05/21/2025 সিরাজদিখানে ৭৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক-২
gazi anwar
২ আগস্ট ২০১৯ ০০:৫৭
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পুর সহযোগীতায় ৭৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সোহাগ (২৭) ও আলমগীর (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল (১লা আগষ্ট) বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ১১ টার দিকে উপজেলার চোকদারপাড়া ঈদগাহ মাঠের উপর থেকে তাদের আটক করা হয়। এসময় আটক ওই দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৭৩ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আলমগীর আবিড়পাড়া গ্রামের সালামের পুত্র ও একই গ্রামের মোঃ সোহাগ মৃত শাহ আলমের পুত্র। আটক সোহাগের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সর্বমোট ৮ টি মামলা রয়েছে। সিরাজদিখান থানার এ,এস,আই মাসুম আলী আটকের সত্যতা নিশ্চিত করেছেন।