04/20/2025 এসএসসি ৯৬ এইচএসসি ৯৮ সোসাইটির উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
gazi anwar
৩ আগস্ট ২০১৯ ১৮:১৬
২ আগস্ট ২০১৯ রোজ শুক্রবার, বিকেল ৪টায় রাজধানীর ফার্মগেটের পিএন্ডপি ডেন্টাল সার্জারিতে ডেন্টাল ক্যাম্প উদ্বোধন করেন সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার হাফিজ খান। এতে প্রধান অতিথি হিসেবে ছিল সোসাইটির বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সালহ্। রাত ৮টা পর্যন্ত সদস্যদের জন্য আয়োজিত ক্যাম্প পরিচালনা করেন ডা. জাহিদ হোসেন।
ক্যাম্পে অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যকে প্রবেশের সময় রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রোগ্রামের দুটি করে কুপন দেয়া হয়। চিকিৎসা কুপন দিয়ে ডেন্টাল কনসালটেন্সি নেন সোসাইটর সদস্যরা। অপর কুপন জমা দিয়ে সোসাইটির পক্ষ থেকে সৌজন্য উপহার গ্রহণ করেন সদস্যরা।
এই সোসাইটি পূর্বে মাসব্যপী বৃক্ষরোপনের ৬ পর্বে বৃক্ষরোপন আয়োজন সম্পন্ন করে তাছাড়া প্রায় ১০০ এতিম দুস্থ মাদ্রাসা ও লিলাহ্ বোডিং বাচ্চাদের নিয়ে ইফতারের সফল আয়োজন পরিচালনা করে।
দাতব্য এই ডেন্টাল প্রোগ্রামকে সফল করার জন্য বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ খান।