
এদিকে, নিজেদের এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে পাকিস্তান। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সেই এয়ারস্পেস। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪।
একইসঙ্গে পাকিস্তান জানিয়ে দিয়েছে যে তারা ভারতে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেবে। সংবাদমাধ্যমে এই খবর জানিয়েছেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তিনি বলেন, ‘দিল্লি থেকে আমাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনব। আনব পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকেও পাঠিয়ে দেওয়া হবে।’
বর্তমানে ভারতে কোনও পাক রাষ্ট্রদূত নেই। কিছুদিনের মধ্যে পাক কূটনীতিক মইন-উল-হককে এখানে নিযুক্ত করাত কথা ছিল। তবে এবার আর তিনি দিল্লিতে আসছেন না।
একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যাতে রয়েছে-
১. ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন
২. ভারতের সঙ্গে বাণিজ্যিক চুক্তি ছিন্ন করা হবে।
৩. সব দ্বিপাক্ষিক চুক্তি পুনর্বিবেচনা করা হবে।
৪. কাশ্মীর সমস্যা নিয়ে রাষ্ট্রসংঘে যাওয়া হবে।