প্রায় এক মাস আগে নাড়ির টানে দীর্ঘদিন পর ইতালি থেকে বাংলাদেশে বেড়াতে এসেছিলেন হাফসা লিপি (৩৪)।
প্রবাসী স্বামী সর্দার আব্দুল সাত্তার তরুণ (৩৬) ও দুই সন্তানও এসেছিল তার সঙ্গে।
উঠেছিলেন রাজধানী ঢাকার কলাবাগানে এক আত্মীয়ের বাসায়। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! ইতালিতে আর ফিরে যেতে পারলেন না হাফসা। ডেঙ্গুজ্বর কেড়ে নিল তার প্রাণ।
সোমবার (৫ আগস্ট) রাতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাফসা।
স্ত্রীর মৃত্যুর শোকে মূহ্যমান স্বামী তরুণও ডেঙ্গুরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে। তিনি বেঁচে ফিরলেও ডেঙ্গুর ছোবল থেকে স্ত্রীকে রক্ষা করতে পারেননি।
এ দম্পতির অলি (১২) ও আয়ানকে (৬) নামে দুই সন্তান রয়েছে। মাকে হারিয়ে নির্বাক এ দুই শিশু।
অলি ও আয়ানের বড় ফুফু ডা. নুরুন্নাহার বলেন, ‘আমার প্রবাসী ভাই তার স্ত্রী-সন্তান নিয়ে বাংলাদেশে আসার এক মাসও হয়নি। আর এরইমধ্যে এ ঘটনা ঘটল।’
তিনি আরও বলেন, ‘ঢাকায় আসার পরপরই জ্বরে পড়েন তরুণ। তার অসুস্থতার মধ্যেই হাফসাও জ্বরে আক্রান্ত হন। গত ২৮ জুলাই এনএস১ পরীক্ষা করা হলে ডেঙ্গু ধরা পড়ে হাফসার।’
কিন্তু পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লেও অসুস্থ স্বামীর সেবা করতে বাসাতে থেকে যান হাফসা। হাসপাতালে গিয়ে হাফসা নিজের চিকিৎসা নেননি বলে জানান নুরুন্নাহার।
তিনি যোগ করেন, ‘কিন্তু শুক্রবার সকালে হঠাৎ করে হাফসার অবস্থা অবনতি হলে আমরা তার কথা আর না শুনে হাসপাতালে নিয়ে যাই । ওইদিনই তাকে আইসিইউতে নেয়া হয়। তিন দিন পর আইসিইউতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাফসা।’
হাফসার পারিবারিক সূত্রে জানা গেছে, শরীয়পুরের ভেদরগঞ্জ থানার সর্দার বাড়িতে পারিবারিক কবরস্থানে হাফসাকে দাফন করা হবে।