04/19/2025 ডেঙ্গু নিয়ে কেউ রাজনীতি না করেন এটা একটা মানবিক সমস্যা:তোফায়েল আহমেদ
odhikar patra
১১ আগস্ট ২০১৯ ১৮:১১
ডেঙ্গু নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ডেঙ্গু নিয়ে কেউ রাজনীতি না করেন। এটা একটা মানবিক সমস্যা। প্রত্যেককে এগিয়ে আসতে হবে। কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই।’
শনিবার ভোলা জেলা পরিষদ হলরুমে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য রক্তদান কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য তোফায়েল এসব কথা বলেন।
সাবেক এ বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু এখন বৈশ্বিক সমস্যা। সারা বিশ্বে ডেঙ্গুতে মানুষ আক্রান্ত। ফিলিপাইনের মতো দেশে এক লাখ ২০ হাজার লোক আক্রান্ত হয়েছেন। পাঁচ শ মারা গেছেন। সেখানে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। নিকারাগুয়াতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ভোলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতির আবদুল মমিন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন। এ সময় রেডক্রিসেন্ট সোসাইটির কর্মীরা স্বেচ্ছায় ডেঙ্গু আক্রান্তদের জন্য রক্ত দেন