04/22/2025 শক্তিশালী মার্কিন যুদ্ধজাহাজ ইরানের ভয়ে পারস্য উপসাগর এড়িয়ে চলছে
odhikar patra
২৭ আগস্ট ২০১৯ ১২:০৫
ইরানকে মোকাবেলার জন্য পারস্য উপসাগরে পাঠানো মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন এখনও পর্যন্ত পারস্য উপসাগরে প্রবেশ করেনি। গত মে মাসে জাহাজটি পারস্য উপসাগরের দিকে রওয়ানা দিলেও জাহাজটি পারস্য উপসাগর থেকে ৬০০ নটিক্যাল মাইল উত্তরে আরব সাগরে অবস্থান করছে। খবর নিউইয়র্ক টাইমসের।
জাহাজটিতে ৫,৬০০ নারী ও পুরুষ সেনা রয়েছে এবং জাহাজটি পরমাণু শক্তি চালিত।
যুদ্ধজাহাজটিতে বহুসংখ্যক যুদ্ধবিমান রয়েছে। এতকিছুর পরেও জাহাজটি মাসের-পর-মাস হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর এড়িয়ে ওমান উপকূলে অবস্থান করছে। সেনা কর্মকর্তারা বলছেন, তারা এখন পারস্য উপসাগর এড়িয়ে চলছেন তবে যুদ্ধ শুরু হলে ঠিকই পারস্য উপসাগরে অবস্থান নেবেন।