
নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যৌ'ন হয়রানীর অভিযোগে ওই বিদ্যালয়ের এক শিক্ষককে আ'টক করেছে পুলিশ।
সোমবার (২৬ আগস্ট) বিকেলে তাকে বিদ্যালয় ক্যাম্পাস থেকে আ'টক করা হয়।
আ'টককৃত শিক্ষকের নাম আব্দুল হাকিম (৩৯)। তিন সন্তানের জনক ক্রীড়া শিক্ষক আব্দুল হাকিম রাজশাহীর চারঘাট থানার কাকাইলকাঠি গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থীকে রবিবার শারীরিক শিক্ষা শিক্ষক আব্দুল হাকিম কপালে ও গালে চুমু খায়। ছাত্রীটি বাড়িতে ফিরে তার বাবাকে বি'ষয়টি বলে। তিনি রবিবার ফোন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনকে বি'ষয়টি জানান।
প্রধান শিক্ষক সোমবার স্কুলে গিয়ে বি'ষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। কিন্তু প্রধান শিক্ষক স্কুলে যাননি। তবে তিনি অভিভাবক আব্দুর রহিমের অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন আখতারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।
শিশুটির বাবা আব্দুর রহিম এ ব্যাপারে থানায় অভিযোগ করলে পুলিশ সোমবার বিকেলে অভিযুক্ত শিক্ষক আব্দুল হাকিমকে আ'টক করে থানায় নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, ক্রীড়া শিক্ষক আব্দুল হাকিম বিভিন্ন সময়ে নিজ হাতে বিদ্যালয়ের প্রাথমিক শাখার ছাত্রীদের অনেকের গায়ের কাপড় তুলে ধরে পরনে কি ধরনের পোশাক পড়েছে তা দেখে বির্তক তৈরী করেন। তাকে অন্যত্র বদলী করা হলেও সম্প্রতি প্রভাব খাটিয়ে তিনি আবার নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ফিরে এসে যোগদান করেন।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে শিক্ষক আব্দুল হাকিমকে আ'টক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।