05/19/2025 সিরাজদিখানে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Mahbubur Rohman Polash
২৯ আগস্ট ২০১৯ ২০:১৫
সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরকার ওয়েলফেয়ার অর্গানাইজেজেশনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর সরকার বাড়ি মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ। সংগঠনের সভাপতি মিজানুর রহমান সরকার মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব খানের সঞ্চালনায অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, ফ্রান্স আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মহসিনউদ্দিন খান লিটন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ মোঃ ফজলুল হক,মহসিন খান মন্টু,মোঃ জসিমউদ্দিন,ইকবাল হোসেন,মোঃ মহিউদ্দিন,ফরমান হোসেন,মনির হোসেন মিলন,সৈকত মাহমুদ,মিজানুর রহমান প্রমুখ । সভা শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ শাহাদাৎবরণকারী তার পরিবারের সকল সদস্য ও অন্যান্যের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মোহাম্মদ রোমান হাওলাদার
মোবা-০১৮৩৩৯৬২১৫১
তারিখ-২৯-০৮/২০১৯ ইং।