04/22/2025 ফখরুলের ওবায়দুল কাদেরকে ‘ভারসাম্যহীন’ মনে হয়
ফখরুলের ওবায়দুল কাদেরকে ‘ভারসাম্যহীন’ মনে হয়
Mahbubur Rohman Polash
৩০ আগস্ট ২০১৯ ১৯:৩১
ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল। ফাইল ছবি
রোহিঙ্গা ইস্যু নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ওবায়দুল কাদেরকে দেখে 'বিব্রত’ ও কিছুটা 'ভারসাম্যহীন’ মনে হচ্ছে। তার কথা শুনে হাসি পায়।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা—জাসাসের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় ফখরুল এসব কথা বলেন।
ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, কাদের সাহেব বলেছেন- রোহিঙ্গা সমস্যা নাকি বিএনপি তৈরি করেছে। তার কথা শুনে হাসি পায়। বিএনপি সরকারে থাকার সময় রোহিঙ্গা সমস্যার সমাধান করেছিল বলে দাবি করেন ফখরুল।
ওবায়দুল কাদেরের সমালোচনা করতে গিয়ে তিনি আরও বলেন, ‘কিছু দিন ধরে ওবায়দুল কাদের সাহেবকে মনে হচ্ছে তিনি খুব বিব্রত, কিছুটা বলা যেতে পারে ভারসাম্যহীন অবস্থায় আছেন। তিনি (ওবায়দুল কাদের) বলছেন- রোহিঙ্গা সমস্যা নাকি আমরা তৈরি করেছি... কী বলবেন। হাসিও পায় তার কথা শুনে। এখন উনারা পারছেন না, দে আর ফেইলিং।’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়ার শাসনামলে রোহিঙ্গা সমস্যার সমাধান করা হয়েছিল দাবি করে মির্জা ফখরুল বলেন, আমরা পেরেছিলাম। ১৯৭৮ সালে এই রোহিঙ্গারা এসেছিল একইভাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমান অতি অল্পসময়ের মধ্যে মিয়ানমারকে বুঝিয়ে-শুনিয়ে তাদের পাঠিয়ে দিয়েছিলেন। কেন পেরেছিলেন পাঠিয়ে দিতে সেই শক্তি তার ছিল। তিনি কক্সবাজারে ক্যান্টনমেন্টই তৈরি করে ফেললেন ওই সময়ে, পুরো গ্যারিশন নিয়ে চলে গিয়েছিলেন। বলছেন আইদার ইউ টেইক ব্যাক অর ইউ উইল ফেইস।
আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বর্তমান আওয়ামী লীগ আগের আওয়ামী লীগ নেই। যে আওয়ামী লীগ স্বাধীনতাযুদ্ধের আগে সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য, সেই আওয়ামী লীগ এখন নেই
আওয়ামী লীগ নেতাদের হাতে মানুষের রক্ত লেগে আছে মন্তব্য করে ফখরুল বলেন, তাদের নেতাকর্মীদের হাত আজ সাধারণ মানুষের রক্তে রঞ্জিত। তাদের পরাজিত করতে আমাদের সাহস, শক্তি ও মনোবল দরকার
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধ ঘোষণা করেছিলেন। তখন বেশিরভাগ নেতা ছিলেন না, তারা পালিয়ে গিয়েছিলেন। তখন জিয়াউর রহমান স্বাধীনতাযুদ্ধ ঘোষণা করে গোটা জাতিকে যুদ্ধে নামিয়ে দিয়েছিলেন। আজকে সেই কথাগুলো মনে করে আমরা যদি জাতিকে মুক্ত করতে চাই, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই, খালেদা জিয়াকে মুক্ত করতে চাই, তা হলে অবশ্যই সংগ্রামের দিকে যেতে হবে।’
রোহিঙ্গা সংকটে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, কোনো দেশ বাংলাদেশের পক্ষে নেই এখন। চীন, ভারত, জাপান, রাশিয়া— সব মিয়ানমারের পক্ষে। দুই বছর ধরে বাংলাদেশ কী করল ও দুই বন্ধুরাষ্ট্র চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশ কী করল, তা নিয়ে প্রশ্ন রাখেন মির্জা ফখরুল। এ জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনেরও সমালোচনা করেন। বলেন, পররাষ্ট্রমন্ত্রী মহোদয় তো জানেনই না এত বিরাট সমাবেশ কী করে হলো? আর আরেকজন বলেছেন, স্বামী-স্ত্রীর সম্পর্ক ভারতের সঙ্গে। কী বলব বলেন? আমাদের কবি নজরুল ইসলামের কবিতার মতো বলতে হয়, আমরা ওই দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যা আসে কৈ মুখে সেই অবস্থা দাঁড়িয়েছে।
জাসস সভাপতি অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল হাই শিকদার, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী
প্রধান সম্পাদক: যোগাযোগ: হাশেম ম্যানসন, লেভেল-১, ৪৮-কাজী নজরুল ইসলাম এভিনিউ, তেজগাঁও, ঢাকা-১২১৫ মোবাইল: +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩ ইমেইল: