04/19/2025 সিরাজদিখানে বিণামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
odhikar patra
৭ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০২
মোহাম্মদ রোমান হাওলাদার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সামাজিক সংগঠন ফ্রেন্ডস ওয়েল
ফেয়ার অর্গানাইজেশন এর উদ্যোগে বিণামূলে রক্তের গ্রæপ
নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯ টা
থেকে ১২ টা পর্যন্ত জহির ইসলাম, নূর হোসেন ও বরকত উল্লাহর
পরিচালনায় উপজেলার পূর্ব রামকৃষ্ণদী সাত ভাই হাটি-রোজ মেরি
কিন্ডারগার্টেনে প্রায় দুইশতাধীক লোকের বিনামূল্যে রক্তের
গ্রæপ নির্ণয় করেন কিউর লাইফ ডায়গনষ্টিক এন্ড কনসালটেশন
সেন্টার বালুচর এর পরিচালক সাইফুল ইসলাম মীর। এসময় উপস্থিত
ছিলেন, সামাজিক সংগঠন ফ্রেন্ডস ওয়েল ফেয়ার
অর্গানাইজেশনের সভাপতি মোহাম্মদ ফরহাদ হোসেন, সাধারণ
সম্পাদক দয়ার হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, ইউথ্
ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক বায়েজীদ খান, স্বপ্নসিড়ি
সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাহমুদুর রহমান, নিমতলা একতা
ফাউন্ডেশনের সদস্য সেলিম সালমান, রতন মিয়া, আকতার প্রমূখ।
বিণামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় ক্যাম্পের সার্বিক
সহযোগিতায় কিউর লাইফ ডায়গনস্টিক সেন্টার।