04/19/2025 সিরাজদিখানে অসামাজিক কার্যকলাপ! ১৭ নারী-পুরুষকে জরিমানা একজনকে মামলা
odhikar patra
৮ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০৪
সিরাজদিখানে অসামাজিক কার্যকলাপ! ১৭
নারী-পুরুষকে জরিমানা একজনকে মামলা
মোহাম্মদ রোমান হাওলাদার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নে অবস্থিত
এম.জে হলিডে রিসোর্টে অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত
থাকার অভিযোগে ১৭ জন নারী-পুরুষকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ
আদালত এবং ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করেছে ।
শনিবার রাত ৯ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট
রিনাত ফৌজিয়া এ জেল জরিমানা প্রদান করেন। এর আগে শুক্রবার
দিবাগত গভীর রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের অবস্থিত ওই
রিসোর্ট থেকে ১৮ জনকে আটক করে পুলিশ।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত
ফৌজিয়া জানান, অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার
অভিযোগে ৭ জন নারী ও ৬ জন পুরুষকে সাত দিনের জেল প্রদান করা হয়।
এছাড়া চারজন পুরুষকে ৫ হাজার টাকা করে জরিমানা ১ জনকে
নিয়মিত মামলা প্রদান করা হয়েছে। জেল জরিমানাকৃতদের বাড়ি ঢাকা,
কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় বলে জানান তিনি।#