04/20/2025 বাবরি মসজিদ ধ্বংস মামলায় ২১ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা
Admin 1
২০ এপ্রিল ২০১৭ ০৮:২৫
ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় মুরলী মনোহর জোশী ও লালকৃষ্ণ আদভানীসহ বিজেপির ২১ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা চালাতে সিবিআইকে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
বিচারপতি পি সি ঘোষ ও বিচারপতি আর এফ নরিম্যানের বেঞ্চ বুধবার এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি, রায়বরেলী ও লখনউ আদালতকে দু’বছরের মধ্যে এই মামলার নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।
সিবিআই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল ওই নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা চালানো হোক। তদন্তকারী সংস্থার আবেদনে শেষমেশ সম্মতি দিল সুপ্রিম কোর্ট। তবে বিজেপি নেতা কল্যাণ সিংহকে এই মামলার বাইরে রাখা হয়েছে। তিনি এখন রাজস্থানের রাজ্যপালের পদে রয়েছেন। সেই দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার পরই তার বিরুদ্ধে এই মামলা চালু করা হবে। নিম্ন আদালতগুলোকে প্রতিদিন এ বিষয়ে শুনানি চালু রাখতে হবে। পাশাপাশি, যেসব বিচারক এই মামলার সঙ্গে জড়িত, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোভাবেই তাদের বদলি না করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় আলাদা আলাদাভাবে দু’টি আদালতে মামলা হয়। প্রথম মামলাটি হয় করসেবকদের বিরুদ্ধে লখনৌ আদালতে। আর শীর্ষ বিজেপি নেতাদের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি হয় রায়বরেলী আদালতে।
বিচারপতি পি সি ঘোষ ও বিচারপতি আর এফ নরিম্যান-এর বেঞ্চ গত ৬ এপ্রিল ইঙ্গিত দিয়েছিলেন দুই আদালতের মামলারই একসঙ্গে শুনানি হতে পারে। বাবরি নিয়ে মামলা চলছে ২৫ বছর ধরে। তাই মামলাটি দু’বছরের মধ্যে নিষ্পত্তি করতে দুই আদালতকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের নির্দেশ শোনার পরই বিজেপির মুখপাত্র জিভিএনএল রাও বলেন, ‘আদভানী, জোশী, উমা ভারতীদের বিরুদ্ধে আদালতের নির্দেশ ভাল করে খতিয়ে না দেখা পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।’
বিজেপি সাংসদ বিনয় কাটিয়ার উমা ভারতীর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলেছেন।