04/19/2025 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত
odhikar patra
১৫ সেপ্টেম্বর ২০১৯ ২১:১৭
রোববার, ১৫ সেপ্টেম্বর ২০১৯, ৩১ ভাদ্র ১৪২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫৫ হাজার ২৯৫ জন।
রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ফলাফল প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে।
গত বছরের ৩০ জুলাই ৬৩ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ হাজার শিক্ষক নিয়োগের জন্য ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮’ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলে অনলাইন আবেদন প্রক্রিয়া। এতে সারাদেশে প্রায় ২৪ লাখ প্রার্থী আবেদন করেন।
চলতি বছরের ২৪ মে, ৩১ মে, ২১ জুন এবং ২৮ জুন চার ধাপে সারাদেশে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।