05/16/2025 চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ১২০ বোতল ফেন্সিডিলসহ আটক-১
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ১২০ বোতল ফেন্সিডিলসহ আটক-১
odhikar patra
২৫ সেপ্টেম্বর ২০১৯ ০২:২৫
শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সোমবার রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মাধাপাড়া মহাসড়ক এলাকা থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ঘোড়াপাখিয়া ঝিল্লিপাড়া মহল্লার নজরুল ইসলাম লুটুর ছেলে হাবিবুর রহমান (৩৩)।
জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে শিবগঞ্জ উপজেলার মাধাপাড়া মহাসড়ক এলাকা দিয়ে ফেনসিডিল পাচার হচ্ছে।
এ খবর জানার পর এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম এর নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ ঐ এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে হাবিবুরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রধান সম্পাদক: যোগাযোগ: হাশেম ম্যানসন, লেভেল-১, ৪৮-কাজী নজরুল ইসলাম এভিনিউ, তেজগাঁও, ঢাকা-১২১৫ মোবাইল: +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩ ইমেইল: