05/14/2025 সিরাজদিখানে শান্তি প্রিয়ভাবে বসবাসের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
Mahbubur Rohman Polash
২৩ অক্টোবর ২০১৯ ১৯:০২
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক, সন্ত্রাসবাদ ও টেটা যুদ্ধ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় বালুচর ইউনিয়নের আকবরনগর গ্রামের আব্দুল জলিল এর পুত্র মোক্তার হোসেনের আয়োজনে উপজেলার আকবরনগর হাজী মার্কেটে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তিনটি উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৫ শতাধিক মানুষ অংশ গ্রহন করেন। হাজী আবুল কাশেম মন্ডলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আফজাল হোসেন, হাজী আমজাদ সরকার, শহীদ বাউল, স্বপন সরকার, ফতুল্লা উপজেলার বক্তাবলি ইউনিয়নের হাজী রহিম খান, হাজী মোতালেব খান, মোহাম্মদ আলী। দক্ষিন কেরানীগঞ্জ উপজেলার কুন্ডা ইউনিয়নের হাজী আব্দুল খালেক মাদবর, হাজী আব্দুল হাই বেপারীসহ তিনটি উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় তিনটি ইউনিয়নের লোকজন মিলে বালুচর ইউনিয়নে দীর্ঘদিনের টেটা বল্লম যুদ্ধের অবসান ঘটানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এবং সমাজে শান্তি প্রিয় ভাবে বসবাস করার লক্ষ্যে সমাজ থেকে মাদক, সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য সকলকে আহবান জানানো হয়।
উল্লেখ্য, রাজনগর গ্রামের দুই পক্ষের দন্দ ও মোল্লাকান্দি বালুচর মুন্সী বাড়ীর পারিবারিক দন্দের অবসান ঘটান মোঃ মোক্তার হোসেন এবং তিনি বালুচর ইউনিয়নের টেটা বল্লম যুদ্ধ বন্ধের জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তারিখ-২৩/১০/২০১৯ ইং।