05/15/2025 পুলিশি হামলার প্রতিবাদে সিরাজদিখানে মুখে কালো কাপড় বেঁধে শিক্ষকদের প্রতিবাদ
Mahbubur Rohman Polash
২৭ অক্টোবর ২০১৯ ১২:১২
মোহাম্মদ রোমান হাওলাদার, সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে শিক্ষকদের উপর পুলিশের নেক্কারজনক হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে সারা দেশে গতকাল শনিবার সকাল ১১ থেকে সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষা গুরুর উপর পুলিশের হামলার প্রতিবাদে সকল শিক্ষক এই প্রতিবাদে অংশগ্রহণ করেন। উপজেলার ১২৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও বিভিন্ন বেসরকারি কিন্ডারগার্টেন, উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকরা একযোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ডাকা শান্তিপূর্ণ মহাসমাবেশে শিক্ষকদের উপর পুলিশ নেক্কারজনক হামলা চালায়। তাঁদের শহীদ মিনারে ঢুকতে না দিয়ে হামলা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে অনেক শিক্ষক আহত হন। এ হামলা থেকে নারী ও বয়স্ক শিক্ষক ও রেহায় পাইনি। বেশ কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। এতে ফুঁসে উঠে সারা বাংলার শিক্ষক সমাজ। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন তার অংশ হিসেবে মুখে কালো কাপড় বেঁধে সারা দেশের শিক্ষক প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গি সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’ শ্লোগানে
সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং ডে পালিত
মোহাম্মদ রোমান হাওলাদার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গি সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা কমিউনিটি পুলিশিং ডে- উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে থানা চত্ত¡র থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় থানায় এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা শেষে কেক কাটা হয়। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদউদ্দিনের সভাপতিত্বে উপ-পরিদর্শক মোহাম্মদ আব্দুস সবুর খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোঃ রাজিবুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশিং কমিটির সভাপতি আব্দুল মতিন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ অর্থ সম্পাদক ও মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ,রশুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন,ওসি তদন্ত আজিজুল হক হাওরাদার,ওসি অপারেশন কাজী রমজানূল হক,আওয়ামীলীগ দপ্তর সম্পাদক ঢালী মোঃ শহিদ,লতব্দী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান হাফিজ ফজলুল হক,সরকারী,ইছাপুরা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নাছিরউদ্দিন,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, এটি এম রুহুল আমিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মেহেরজাবীন আলী,শামীম হাওলাদার,মাহমুদুল হাসান ঝন্টু,আসাদুজ্জামান বাপ্পি,মরিয়ম মালাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।