ওয়াশিংটন, ২৭ অক্টোবর, ২০১৯ ঃ সিরিয়ার ইদলিবে মার্কিন বাহিনীর অভিযানে ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু বাকার আল বাগদাদি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম রোববার এ খবর জানায়।
সরকারের একাধিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন বিশেষ বাহিনীর হামলার শিকার হয়ে বাগদাদি সম্ভবত ‘সুইসাইড ভেস্টে’র মাধ্যমে আত্মহত্যা করেছেন।
বাগদাদি আইএস গঠন করে সহিংস জিহাদী আন্দোলনের মাধ্যমে ইরাক ও সিরিয়ার ব্যাপক অঞ্চল জুড়ে নিজস্ব খিলাফত প্রতিষ্ঠা করেন।