ইসলামাবাদ, ৩১ অক্টোবর, ২০১৯ বৃহস্পতিবার : পাকিস্তানের মধ্যাঞ্চলে বৃহস্পতিবার একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লাগায় অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় মিডিয়ার রিপোর্টে অনেক লোকের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
টেলিভিশন ফুটেজে পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলায় ট্রেনের বগিগুলোতে আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়।
মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি এক টুইটে বলেছেন,যাত্রীদের বহন করা গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে এই অগ্নিকান্ড ঘটেছে।