05/13/2025 ৮ কেজি স্বর্ণ উদ্ধার
odhikar patra
১১ নভেম্বর ২০১৯ ১৭:৩৮
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি ২০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। চট্টগ্রাম কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মো. আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানন্দর কাস্টমসের কর্মকর্তারা জানান, ওই যাত্রীর আনা চার্জার লাইটের ব্যাটারি রাখার জায়গায় স্বর্ণের বারগুলো লুকানো ছিল। মালামাল তল্লাশির সময় এসব স্বর্ণপাওয়া যায়।
সোমবার আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে ৭০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। এসময় যাত্রী মো. আখতারুজ্জামান খানকে (২৩) গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি।