04/22/2025 বলিভিয়ার পদত্যাগী প্রেসিডেন্ট মোরালেস মেক্সিকোতে আশ্রয় নিচ্ছেন
odhikar patra
১২ নভেম্বর ২০১৯ ১২:৫৩
বলিভিয়ার পদত্যাগী প্রেসিডেন্ট ইভো মোরালেস মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় নিতে যাচ্ছেন। পদত্যাগের একদিনের মাথায় মঙ্গলবার ইভো মোরালেস মেক্সিকোর একটি রাষ্ট্রীয় উড়োজাহাজে করে লাতিন আমেরিকার দেশটির উদ্দেশে রওনা হন। খবর রয়টার্স ও বিবিসির।
ইভো মোরালেস মেক্সিকোর একটি বিমানবাহিনীর উড়োজাহাজে করে দেশ ছেড়েছেন, বলিভিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারসেলো অ্যাবরার্ড এক টুইটবার্তায় জানিয়েছেন।
মেক্সিকো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মানবিক দিক বিবেচনা করে ইভো মোরালেসের রাজনৈতিক আশ্রয়ের আবেদনে সাড়া দিয়েছে মেক্সিকো।
এর আগে ইভো মোরালেস তার সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন, যে ‘কালো শক্তি’ তাকে ক্ষমতাচ্যুত করেছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। এর পরই বলিভিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২০ জন মোরালেস সমর্থক আহত হয়েছেন।
ইভো মোরালেস বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট হিসেবে ২০০৬ সালে নির্বাচিত হয়ে দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন।
সম্প্রতি ত্রুটিপূর্ণ নির্বাচনের অভিযোগে দেশটির সেনাপ্রধান জনসমক্ষে তাকে পদত্যাগ করার আহ্বান জানান। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তিনি।
ইভো মোরালেসের পদত্যাগের পর সিনেটের সহকারী প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন।