04/22/2025 চ্যারিটেবল মামলায় জামিন চাইলেন
odhikar patra
১৪ নভেম্বর ২০১৯ ১৫:০৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত জামিন চেয়ে করা হাইকোর্টের খারিজাদেশের বিরুদ্ধে আপিল আবেদন করেছেন।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান আজ বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ জামিন আবেদন দাখিল করা হয়। তিনি বলেন, আবেদনটি চেম্বার আদালতে উপস্থাপন করা হবে।
গত আগস্ট মাসে হাইকোর্ট খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয়। এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন খালেদা জিয়া। আপিলে জামিন চাওয়া হয়।