04/20/2025 ডাকাতির চেষ্টাকালে ৩ জন গ্রেফতার
odhikar patra
১৭ নভেম্বর ২০১৯ ১৫:৫৬
ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে
শনিবার (১৬ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে শেরেবাংলা নগর থানার ইন্দ্রা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।
গ্রেফতাররা হচ্ছেন- রাজিব (২২), মোহাম্মেল (৩৮) ও আহম্মেদ বাবু (৩২)। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও একটি লাঠি উদ্ধার করা হয়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়েছে।