04/20/2025 আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভূক্ত করা সম্ভব হবে চলতি অর্থবছরে
odhikar patra
২৬ নভেম্বর ২০১৯ ০০:৩০
আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভূক্ত করা সম্ভব হবে চলতি অর্থবছরে হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে সংসদ ভবনে আজ অনুষ্ঠিত বৈঠকে এ কথা জানানো হয়। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে জানানো হয়, ‘২০১৯-২০২০ অর্থ বছরে স্বীকৃতিপ্রাপ্ত নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির লক্ষ্যে অর্থ বিভাগ থেকে ৮৬৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। চলতি অর্থ বছরে এ পর্যন্ত ১ হাজার ৬৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। এ বাবদ বার্ষিক ব্যয় প্রায় ৪৫৬ কোটি ৩২ লাখ ১৮ হাজার টাকা। এই ব্যয়ের পর আরো প্রায় ৪০৮ কোটি ৬৭ লাখ ৮১ হাজার টাকা অবশিষ্ট থাকবে। এ অবশিষ্ট অর্থ দিয়ে সংশোধিত নীতিমালার আলোকে যাচাই-বাছাই করে চলতি অর্থবছরে আরও কিছু যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা সম্ভব হবে।’
শিক্ষার গুণগত মান এবং এসডিজি-৪ অর্জনের জন্য মন্ত্রণালয় কি পরিকল্পনা গ্রহণ করেছে তা বৈঠকে জানানো হয়। কমিটি সদস্যবৃন্দ এর ওপর বিস্তারিত আলোচনা ও মতামত প্রদান করেন।
এছাড়া ‘বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। স্থায়ী কমিটির সদস্যরা মতামত বা সুপারিশ এ নীতিমালায় অন্তর্ভুক্তি ও সংশোধন করার জন্য কমিটি সুপারিশ করে।
কমিটির সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মোঃ আব্দুল কুদ্দুস, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া এবং মাহী বদরুদ্দোজা চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।