10/29/2025 বিবাহিত কোনো পুরুষকে বিয়ে করবেন না
odhikar patra
২৬ November ২০১৯ ২৩:২৯
চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিয়ের বিষয়টি বেশ কয়েক মাস ধরে আলোচিত হচ্ছে। তিনি বিয়ে করতে যাচ্ছেন, এমন সংবাদ প্রকাশিত হয়েছে। অপুও এ ব্যাপারে জোরালো কোনো বক্তব্য দেননি। সম্প্রতি তিনি বলেছেন, আমার বিয়ে নিয়ে পরিবারের লোকজন ভাবছেন। আমারও এ চিন্তা আছে। তবে এখনই এ নিয়ে ভাবছি না। ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। প্রফেশনাল ও ব্যক্তিগত দুটি জীবনকে প্রাধান্য দিচ্ছি। এজন্য অনেকটা সময় অপেক্ষা করতে হবে। এখনও আমি মানসিকভাবে প্রস্তুত নই। কেমন পাত্র বিয়ে করতে চান, এমন প্রশ্নের জবাবে অপু বলেন, কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করব না। কারো বেবি আছে, কারো পরিবার আছে এটা আমার পছন্দ নয়। বিবাহিত মানুষ বিয়ে করা দূরে থাক পছন্দের তালিকায়ও থাকবে না। এটা আমার ব্যক্তিগত পছন্দ। বিষয়টি আমার পরিবারকে জানিয়ে দিয়েছি। উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের পর গোপনে ২০০৮ সালে শাকিব খানকে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। আট বছরের দা¤পত্য জীবনে তাদের এক পুত্র সন্তান রয়েছে।