04/22/2025 গাজায় ইসরাইলের বিমান হামলা
odhikar patra
২৮ নভেম্বর ২০১৯ ০০:১০
বুধবার রাতে ইসরাইল গাজা উপত্যকায় সামরিক অবস্থান লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিন থেকে চালানো রকেট হামলার জবাবে তারা এসব বিমান হামলা চালায় বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। খবর এএফপি’র।
‘গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামাস জঙ্গিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।’ ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়। বিবৃতিতে বলা হয়, হামলা চালানো স্থানগুলোর মধ্যে অস্ত্র তৈরীর একটি কারখানা ও ভূগর্ভস্থ অবকাঠামো রয়েছে।
গাজার এক নিরাপত্তা সূত্র জানায়, হামাসের কমপক্ষে দু’টি অবস্থানে হামলা চালানো হয়েছে। এছাড়া হামাসের মিত্র গ্রুপ ইসলামিক জিহাদের একটি অবস্থান লক্ষ্য করেও বিমান হামলা চালানো হয়।
তবে ইসরাইলের এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, মঙ্গলবার রাতে ইসরাইলে দু’টি রকেট হামলার জবাবে এসব বিমান হামলা চালানো হয়। ফিলিস্তিন থেকে চালানো এ দুই রকেট হামলার একটি ইসরাইলের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার মাধ্যমে ঠেকিয়ে দেয়া হয়েছে।