
যার সঙ্গে রাম গোপাল বার্মার এখনকার সিনেমার কোনও তুলনা করা যায় না বলেও মন্তব্য করেন রাধিকা
ভারতীয় নির্মাতা অনুরাগ কাশ্যপের শর্ট ফিল্ম করার সময় বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের একটি নগ্ন ভিডিও ভাইরাল হয়, যা নিয়ে শুরু হয় জোর বিতর্ক। এবার এই অভিনেত্রীর বিস্ফোরক মন্তব্য, তাকে নাকি অনৈতিক কাজে বাধ্য করা হয়েছে!
কিছুদিন রাধিকা আপ্তের নগ্ন সেলফি নিয়ে এক সময় জোর বিতর্ক শুরু হয়। শোনা যায়, মিউজিশিয়ান স্বামী বেনেডিক্ট টেলরকে পাঠাতে গিয়েই ভাইরাল হয়ে যায় রাধিকার ওই নগ্ন সেলফি।
রাম গোপাল বার্মার এবার অবসর নেওয়া উচত। তিনি আগে যে ধরণের সিনেমা করতেন, তা দেখে সবাই উৎসাহিত হতেন। যার সঙ্গে রাম গোপাল বার্মার এখনকার সিনেমার কোনও তুলনা করা যায় না বলেও মন্তব্য করেন রাধিকা।
এবার রাধিকা আপ্তে জানান, বলিউড ছবি ‘দেব ডি’-র অডিশনের সময়, তাঁকে নাকি ফোন সেক্স করতে বাধ্য করা হয়।
কিন্তু কে বা কারা তাঁকে ওই কাজে বাধ্য করেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।
কেরিয়ারের শুরুতে তামিল সিনেমার অডিশন দিতে গিয়ে এক পরিচালককে কষিয়ে চড় মারেন রাধিকা, তাঁকে অশ্লীলভাবে স্পর্শ করাতেই ওই পরিচালককে চড় মেরেছিলেন বলে দাবি এই অভিনেত্রীর।
আপনার মূল্যবান মতামত দিন: