ঢাকা | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গোল্ডেন মনিরের জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্ট

odhikarpatra | প্রকাশিত: ১০ মে ২০২২ ১৮:৩০

odhikarpatra
প্রকাশিত: ১০ মে ২০২২ ১৮:৩০

 
মানিলন্ডারিং মামলায় গোল্ডেন মনির নামে পরিচিত মনির হোসেনকে জামিন দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি বোরহানউদ্দিন এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান  বলেন, মামলায় উল্লেখিত মনিরের অপরাধের গুরুত্ব বিবেচনা করে বিচারক জামিন স্থগিত করেছেন।
গত বছরের ১১ মে সি-আইডির পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম মনিরসহ ১০ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় মানি লন্ডারিং মামলা করেন।
প্রসিকিউশন অনুযায়ী, মনিরের প্রায় ৩০টি প্লট, এক ডজনেরও বেশি ভবন এবং দুটি গাড়ির শোরুম রয়েছে, সবগুলোই অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে কেনা।  পরিদর্শক ইব্রাহিম আরও জানান, সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার সময় মনির ১২৯টি ব্যাংক অ্যাকাউন্টে ৭৯১ কোটি টাকা জমা দিয়েছিল।
এই অ্যাকাউন্টগুলিতে বর্তমানে মাত্র ৬.১৮ কোটি টাকা পাওয়া যাচ্ছে। 


আপনার মূল্যবান মতামত দিন: