ঢাকা | শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বিজিবির ফৌজদারি মামলা দায়েরের স্থগিতাদেশ প্রত্যাহার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৩ ২০:২৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২৩ ২০:২৯

বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক ফৌজদারি মামলা দায়েরের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। ফলে বিজিবি এখন থেকে মামলা করতে পারবে।

বুধবার বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ স্থগিতাদেশ প্রত্যাহার করেন। তবে বিজিবির মামলা দায়েরের এখতিয়ার নিয়েজারি করা রুল বহাল রেখেছেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

এর আগে মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক ফৌজদারি মামলা দায়েরের ওপর স্থগিতাদেশ দেন আদালত। 



আপনার মূল্যবান মতামত দিন: