
লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ২৮৫ জন প্রতিবন্ধী প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে আগামী ৯০ দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আলাদা চারটি রিটে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ রায় দেন।
আপনার মূল্যবান মতামত দিন: