ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৮টি ওয়ার্ডের নির্বাচনও স্থগিত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৮ ১৯:১১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৮ ১৯:১১

আমাদের অধিকারপত্র ডটকম :ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৮টি ওয়ার্ডের নির্বাচন চার মাসের জন্য এই স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।  বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এম. ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন।গত ৯ জানুয়ারি জারি করা এই নির্বাচন সংক্রান্ত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী, পার্থ সারথি মণ্ডল ও জাহাঙ্গীর হোসেন সেলিম রিটের পক্ষে শুনানি করেন ।ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম রাষ্ট্রপক্ষে ছিলেন|

গতকাল বুধবার ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা মোজাম্মেল মিয়া নতুন সংযোজিত ১৮টি ওয়ার্ডের নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের করেন বলে পার্থ সারথি মণ্ডল জানান। রিটে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) বিধিমালা ২০১০ এর বিধি ২৬ অনুযায়ী নির্বাচনের নির্দেশনা চাওয়া হয়েছিলো। আদালত আমাদের রিট আবেদনের ওপর শুনানি নিয়ে ওই ১৮টি ওয়ার্ডের নির্বাচন স্থগিত করেন।'

ডিএসসিসি'র ১৮টি ওয়ার্ডের নির্বাচন চার মাসের জন্য স্থগিত করেছেন বিষয়টি আদালতের বেঞ্চ অফিসার মনিরুজ্জামান জানান।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন স্থগিত চেয়ে পৃথক দুটি রিট দায়ের করেছিলেন ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। ওই রিটের শুনানি শেষে বুধবার হাইকোর্ট ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন ও সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে আদেশ দিয়েছেন। আগামী ২৬ ফেব্রুয়ারি এ নির্বাচন হওয়ার কথা ছিল।

রিটকারীরা তাদের যুক্তি দেখিয়ে বলেছে, ডিএসসিসিতে ১৮টি ওয়ার্ড নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে। ডিএসসিসি’র নতুন সংযোজিত ১৮টি ওয়ার্ডের নির্বাচন সেকারণে স্থগিত করা হোক। এছাড়া আইন অনুমোদন করে না যে কাউন্সিলররা নির্বাচিত হবেন মাত্র দুই বছরের জন্য। পাশাপাশি যারা এবার হালনাগাদে ডিএসসিসি’র নতুন ভোটার হয়েছেন, তারা কাউন্সিলর পদে ভোট দিতে পারবেন তবে প্রার্থী হতে পারবেন না। কারণ এটা সংবিধান পরিপন্থী।



আপনার মূল্যবান মতামত দিন: