odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 27th October 2025, ২৭th October ২০২৫

ঋণ জালিয়াতি : বেসিক ব্যাংকের ১৪ মামলা অধিকতর তদন্তের নির্দেশ

odhikarpatra | প্রকাশিত: ৩ February ২০২৫ ১৭:১২

odhikarpatra
প্রকাশিত: ৩ February ২০২৫ ১৭:১২

ঋণ জালিয়াতির মাধ্যমে বেসিক ব্যাংকের ২ হাজার ২৬৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুসহ অন্যান্যদের বিরুদ্ধে করা ১৪ মামলা অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল কাশেম স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দিয়েছেন। ১৪টি মামলার ভিতর একটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে ও বাকি ১৩টি মামলা চার্জশুনানি পর্যায়ে ছিল। এসব মামলার আসামি শেখ আব্দুল হাই বাচ্চুসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

আদালতের পেশকার রাজিব দে বাসস'কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেসিক ব্যাংকের টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুসহ অন্যান্যদের বিরুদ্ধে করা ১৪ মামলা অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। মামলাগুলো পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য দুদকে নির্দেশ দিয়েছে আদালত।

এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে ঋণ জালিয়াতির মাধ্যমে বেসিক ব্যাংকের ২ হাজার ২৬৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ৫৯টি মামলা করে দুদক। এসব মামলার কোনোটিতেই শেখ আবদুল হাই আসামি ছিলেন না। তবে অভিযোগ ছিল, বেসিক ব্যাংকের মতো ভালো মানের একটি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংককে কেলেঙ্কারিযুক্ত ব্যাংকে পরিণত করার হোতা ছিলেন শেখ আবদুল হাই।

এরপর ৭ বছর তদন্ত শেষে ২০২৩ সালের জুনে ৫৯ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় দুদক। এর মধ্যে ৫৮টিতে নাম আছে শেখ আবদুল হাইয়ের। অভিযোগপত্র ভুক্ত আসামির তালিকায় আছেন ৪৬ ব্যাংক কর্মকর্তা ও ১০১ জন গ্রাহক।



আপনার মূল্যবান মতামত দিন: