odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

“৪৮ ঘণ্টার আল্টিমেটাম! নিরাপত্তাহীনতায় ফুঁসে উঠলেন বিচারকরা—রবিবার থেকে কলম বিরতির হুঁশিয়ারি”

odhikarpatra | প্রকাশিত: ১৪ November ২০২৫ ২৩:৫২

odhikarpatra
প্রকাশিত: ১৪ November ২০২৫ ২৩:৫২

অধিকারপত্র ডটকম :

দেশের আদালত ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিতসহ দুই দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ)। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়িত না হলে রবিবার থেকে সারাদেশে বিচারকদের কলম বিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

শুক্রবার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজেএসএ জানায়, দেশের প্রত্যেক আদালত, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন ও যাতায়াতের পথ—সব স্থানে অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিয়োগ দিতে হবে। একই সঙ্গে রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।

অ্যাসোসিয়েশনের দাবি, বহুবার সুপ্রিম কোর্ট থেকে নিরাপত্তা বাড়ানোর অনুরোধ করা হলেও সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বিচারকদের পরিবার আজও অরক্ষিত অবস্থায় রয়েছে।
বিবৃতিতে বলা হয়, “বিচার বিভাগের সদস্যরা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের ও তাদের পরিবারের নিরাপত্তা দীর্ঘদিন ধরেই উপেক্ষিত।”


রাজশাহীর ঘটনায় ক্ষোভে উত্তাল বিচার বিভাগ

বৃহস্পতিবার রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় ঢুকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তার ছেলে তাওসিফ রহমান সুমন নিহত হন। এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত।
এই নৃশংস হত্যাকাণ্ডে সারাদেশের বিচারক সমাজ স্তম্ভিত ও ক্ষুব্ধ, বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

অ্যাসোসিয়েশন জানায়—
“বিচারকদের অরক্ষিত অবস্থার কারণে এমন ঘটনা ঘটেছে। এই রক্তের দায় রাষ্ট্র কোনোভাবেই এড়াতে পারে না।”

ঘটনার পর পুলিশ জানায়, হামলাকারীর পকেট থেকে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত কোনো পূর্ববিরোধ ঘটনাটির সঙ্গে যুক্ত থাকতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: