
ঢাকা মহানগর দায়রাজজ অফিসে মামলা সংক্রান্ত কাজে এসেছি আজকে সময় সকাল ১১ টা। নিচ তলায় লিফট এ উঠবো বলে আগালাম বিশাল ভিড় পারলাম না সাভাবিক ভেবে উঠবার সময় জনস্রোত দেখে মনে হলো এ আসলাম কোথায়, কেয়ামতের আলামত, রাস্তা ফাকা আদালত পাড়ায় ঢুকা যায় না, নিচতলা থেকে হেটে ১০ তালায় উঠতে লাগলো ২৫ মিনিট ভালোই।
আপনার মূল্যবান মতামত দিন: