ঢাকা | বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেশের কয়েক স্থানে শিলা বৃষ্টির সম্ভাবনা

| প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২ ০১:৩৮


প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২ ০১:৩৮

 

সোমবার দেশের ছয় বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রামে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে শিলা বৃষ্টিও।

এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও যশোর অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যহত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার নাগাদ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আজ দেশের রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ ঢাকায় সূর্য ডুববে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে। আগামীকাল সূর্য উঠবে ভোর ৫টা ৩৫ মিনিটে।



আপনার মূল্যবান মতামত দিন: