
রোববার ২৪জুলাই বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ চট্টগ্রামের সন্দীপের ১২ বছরের শিশু বিদ্যুতায়িত হয়ে দুই হাত হারানো আবদুল্লাহ আল মামুনকে পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন।
বিদ্যুৎ ও জ্বালানি সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত বছরের ৪ নভেম্বর শিশুটির অঙ্গহানির ঘটনায় পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে ওই শিশুর বাবা মো. আব্দুল আলিম হাইকোর্টে রিট করেন।
আপনার মূল্যবান মতামত দিন: