odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 23rd December 2025, ২৩rd December ২০২৫

বিএনপি প্রার্থী জালাল উদ্দিন ও তার পরিবারের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

odhikarpatra | প্রকাশিত: ২৩ December ২০২৫ ০০:১২

odhikarpatra
প্রকাশিত: ২৩ December ২০২৫ ০০:১২

বিশেষ প্রতিনিধি অধিকার পত্র ডটকম ঢাকা ২৩ ডিসেম্বর ২০২৫


স্ত্রী–সন্তানসহ বিএনপির মনোনীত প্রার্থী জালাল উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী জালাল উদ্দিন, তাঁর স্ত্রী এবং তিন সন্তানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সোমবার (২২ ডিসেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
নিষেধাজ্ঞার আওতায় যারা আছেন:
আদালতের এই আদেশের ফলে জালাল উদ্দিন ছাড়াও তাঁর স্ত্রী শাহানাজ শারমিন, দুই ছেলে সাইদ মোহাম্মদ রিজভী ও সাইদ মোহাম্মদ আলভী এবং মেয়ে আয়েশা তাসমিয়া তানভী দেশত্যাগ করতে পারবেন না।
দুদকের অভিযোগ ও আদালতের পর্যবেক্ষণ:
দুদকের সহকারী পরিচালক এস এম মামুনুর রশীদ আদালতে এই আবেদনটি দাখিল করেন। দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে যে, জালাল উদ্দিনের বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্থ উপার্জন এবং সেই অর্থ নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের মাধ্যমে বৈধ করার চেষ্টার অভিযোগ রয়েছে। এছাড়া বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের বিষয়েও অনুসন্ধান চলছে।


দুদক সূত্রে জানা গেছে, বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে তারা জানতে পেরেছেন যে জালাল উদ্দিন সপরিবার যেকোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সঠিক তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

 

পালিয়ে যাওয়ার শঙ্কা! সপরিবার দেশত্যাগে নিষেধাজ্ঞা জালাল উদ্দিনের ওপর

#BNP #JalalUddin #ACC #MoneyLaundering #CourtOrder #BangladeshPolitics #Adhikarpatra #চাঁদপুর২ #দুর্নীতি_দমন_কমিশন #দেশত্যাগ_নিষেধাজ্ঞা



আপনার মূল্যবান মতামত দিন: