odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬

বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ April ২০২৩ ২০:০৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ April ২০২৩ ২০:০৬

আজ দিনে ও রাতে দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।বুধবার বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহানা সুলতানা তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আবহাওয়া মেইনলি ড্রাই। সারাদেশের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিতে জানানো হয়েছে, লঘুচাপের বধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান আছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে এবং বিস্তার লাভ করতে পারে।

এছাড়া পরবর্তী ৭১ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের উত্তরপূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে। 



আপনার মূল্যবান মতামত দিন: