odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 3rd January 2026, ৩rd January ২০২৬

সাগরের লঘুচাপ নিম্নচাপে পরিণত হচ্ছে

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৯ May ২০২৩ ১৯:৩৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ May ২০২৩ ১৯:৩৬

বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এটি আরও ঘনীভূত হতে পারে এবং আজই (মঙ্গলবার) সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেন, সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। আজকের মধ্যেই এটি নিম্নচাপে পরিণত হতে পারে। 

সোমবার সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, নেত্রকোনা, খুলনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। 



আপনার মূল্যবান মতামত দিন: