odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 30th October 2025, ৩০th October ২০২৫
সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের

প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকীদাতার বিচার দাবী -

odhikar patra | প্রকাশিত: ২৩ May ২০২৩ ১৯:০৪

odhikar patra
প্রকাশিত: ২৩ May ২০২৩ ১৯:০৪

প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকীদাতার বিচার দাবী - সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃপ্রধান মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার প্রতিবাদে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ
গভীর ক্ষোভ ও বিষ্ময়ে হতভাগ হয়ে প্রতক্ষ করছে, বিগত উনিশে মে বিএনপি নেতা আবু সায়ীদ চাঁদ রাজশাহীতে এক জনসভায় সরকার পতনের এক দফা আদায়ের লক্ষে শেখ হাসিনাকে কবরে পাঠানোর আহবান জানান, যা প্রকারান্তে প্রধান মন্ত্রীকে হত্যার হুমকি। রাজনৈতিক সভায় এটা ষড়যন্ত্র , উস্কানিমূলক , আপত্তিকর শিষ্টাচার বহির্ভুত বক্তব্য। হত্যার রাজনীতির অশুভ পরিণতি কত ভয়ংকর , গনতন্তের জন্য কত নির্মম পরিহাস,দেশের ইস্তিশীলতা ও অগ্রযাত্রার প্রতিবন্দক, বাংলাদেশ তা পঁচাত্তর সাল থেকে অনুভব করে আসছে। খবর বাপসনিউজ।ইতিপূর্বে উনিশ বার দেশনেত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছে। মহান আল্লাহ তালার কৃপায় এবং জনগণের দোয়া - ভালোবাসায় তিনি প্রতিবার বিপদমুক্ত হয়েছেন ।সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। প্রকাশ্যে পরিকল্পনা ঘোষণাকারী ও তাদের সহচরদের আইনের আওতায় এনে শাস্তির দাবী করেছে ।একই সাথে প্রত্যয় ঘোষণা করেছে , ঝড় তুফান সুখ দুঃখে, আমরা আছি নেত্রীর সাথে। বিবৃতি দাতারা হলেন সর্ব জনাব মাহবুবুর রহমান মিলন, মোয়াজেম ইকবাল, জসীম উদ্দিন, ফখরুল আহসান শেলী, আজিজুর রহমান , শাওন প্রজা , শামসুদ তোহা , আবেদ আমীর , আকম রুমেল হোসেন , মোহম্মাদ নূর, সামসুর রহমান সামু, ইউনুস হোসেন ,সালেহ করিমুজ্জামান , ইউ এস বাচ্চু, মনিরুল ইসলাম, শাজাহান কাজী , স্নিগ্ধা লিপি , নবনী , রফিকুল আলম ,শাহিদুল ইসলাম বাবু , মাইনুল হক , শামা ই নাজমা ,ডাঃ আফসার , জিহাদ রানা ও মেহেদী হাসান।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু , বাংলাদেশ দীর্ঘজীবি হোক।



আপনার মূল্যবান মতামত দিন: