ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

সরকারি চাকরির বয়সসীমা ৩৫ এর দাবিতে শাহবাগে অবরোধ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৩ ২৩:২২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৩ ২৩:২২

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর, অবসরের বয়সসীমা বৃদ্ধিসহ একাধিক দাবিতে শাহবাগ অবরোধ করেছে শিক্ষার্থীরা। শনিবার (১০ জুন) বিকেল ৩টার দিকে শাহবাগ অবরোধ করে দাবি আদায়ের জন্য স্লোগান দিতে থাকে তারা।

এর আগে দুপুর ১২টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে এ সমাবেশ শুরু হয়।

শিক্ষার্থী সমাবেশে প্রতীকী প্রতিবাদ হিসেবে ৩০-ঊর্ধ্বদের সার্টিফিকেট ছেঁড়ার আয়োজন করা হয়েছে। 

শাহবাগ অবরোধ করেছে ৩৫ প্রত্যাশীরা। বিকেল তিনটার দিকে অবরোধ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন শরিফুল হাসান শুভ (ঢাবি), আহ্বায়ক, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি।



আপনার মূল্যবান মতামত দিন: