ঢাকা | রবিবার, ২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১

বাড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৪ ১৮:৫০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২৪ ১৮:৫০

১৬ মে, ২০২৪ (অনলাইন ডেস্ক) : আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, জলীয় বাষ্পের আধিক্যের কারণে স্বাভাবিক জীবনে অস্বস্তি বিরাজ করতে পারে।

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে এবং তা অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে সিলেট বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যস্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 



আপনার মূল্যবান মতামত দিন: