ঢাকা | Saturday, 18th October 2025, ১৮th October ২০২৫

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

odhikarpatra | প্রকাশিত: ২ December ২০২৪ ২০:২০

odhikarpatra
প্রকাশিত: ২ December ২০২৪ ২০:২০

রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নুর আদেশ দেন।

এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান তাকে কারাগারে রাখার আবেদন করলে বিচারক সেই আবেদন মঞ্জুর করে আনিসুলকে কারাগারে পাঠান।

গত ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হন আনিসুল হক।

মামলার সূত্রে জানা যায়, রাজধানীর উত্তরা পূর্ব থানার অধীনে ঢাকা ময়মনসিংহ রোড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট অংশ নেন ফজলুল করিম। এসময় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন আয়নাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইন মন্ত্রী আনিসুল হকসহ ৩৯ জনের নামে গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



আপনার মূল্যবান মতামত দিন: