odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫
ঘণ্টায় ২৬৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে মেলিসা; ১৩ ফুট জলোচ্ছ্বাস ও ৪০ ইঞ্চি বৃষ্টিপাতের আশঙ্কা

জ্যামাইকায় ভয়াবহ আঘাত হানতে যাচ্ছে ক্যাটাগরি-৫ হারিকেন মেলিসা: ব্যাপক ক্ষতির আশঙ্কা

Special Correspondent | প্রকাশিত: ২৭ October ২০২৫ ২২:৫৫

Special Correspondent
প্রকাশিত: ২৭ October ২০২৫ ২২:৫৫

নিউজ ডেস্ক:

জ্যামাইকার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী হারিকেন আঘাত হানতে যাচ্ছে। মেলিসা নামের এই ঝড়টি দ্রুত শক্তি সঞ্চয় করে এখন ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (NHC) জানিয়েছে ঘণ্টায় ১৬৫ মাইল (প্রায় ২৬৫ কিলোমিটার) বেগে বাতাস বইছে এবং ঝড়ের প্রভাব ইতোমধ্যেই দ্বীপের উপকূলে অনুভূত হচ্ছে। হারিকেন মেলিসা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই জ্যামাইকার দক্ষিণ উপকূলে ভয়াবহ আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় সর্বোচ্চ ১৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস ৪০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত এবং ১৬০ মাইল গতির স্থায়ী বাতাসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। জামাইকার উপকূলীয় অঞ্চলে জরুরি সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস জাতির উদ্দেশে ভাষণে বলেছেন, এটি আমাদের প্রজন্মের দেখা সবচেয়ে বিপজ্জনক হারিকেন হতে পারে। যারা এখনও সরেননি, এখনই নিরাপদ স্থানে যান। ন্যাশনাল হারিকেন সেন্টারের এক সতর্কবার্তায় বলা হচ্ছে এই ঘূর্ণিঝড় জ্যামাইকার অবকাঠামোকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিদ্যুৎ, যোগাযোগ ও সড়ক নেটওয়ার্ক দীর্ঘ সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। গত বছর হারিকেন বেরিল (জুলাই ২০২৪) জ্যামাইকার দক্ষিণাঞ্চলে না আঘাত হেনেও ব্যাপক ক্ষতি করেছিল। প্রবল বৃষ্টিতে ঘরবাড়ি, কৃষি ফসল ও সড়কব্যবস্থায় প্রায় ১ বিলিয়ন ডলারের ক্ষতি হয় এবং অন্তত চারজনের মৃত্যু ঘটে। এর আগে হারিকেন স্যান্ডি ২০১২ সালে এবং হারিকেন গিলবার্ট ১৯৮৮ সালে জামাইকার ওপর দিয়ে বয়ে গিয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন মেলিসা গিলবার্টের চেয়েও শক্তিশালী হতে পারে। যা দেশটির ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী ঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

আবহাওয়াবিদরা বলছেন, গত কয়েক বছরে উষ্ণায়ন ও সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির কারণে ট্রপিক্যাল ঘূর্ণিঝড়গুলো আগের চেয়ে অনেক দ্রুত শক্তি সঞ্চয় করছে। মেলিসা মাত্র ২৪ ঘণ্টায় বাতাসের বেগ ৭০ মাইল বাড়িয়ে অত্যন্ত দ্রুত শক্তিবৃদ্ধি ঘটিয়েছে যা জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ঝড়ের প্রভাবে হাইতিতে তিনজন এবং ডোমিনিকান প্রজাতন্ত্রে একজন মারা গেছেন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে কয়েক লাখ মানুষের, এবং শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। জামাইকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখে দেশটি এখন চরম প্রস্তুতিতে। কর্তৃপক্ষ উদ্ধারকারী বাহিনী ও আন্তর্জাতিক সংস্থাগুলো সবাই মিলে কাজ করছে তবে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ পাবে হারিকেন মেলিসা পেরিয়ে যাওয়ার পরই।

-মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: