odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd October 2025, ২২nd October ২০২৫
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের

মোবাইল এ্যাপসে টিকিট কাটলে ১০ শতাংশ ছাড়

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ December ২০১৯ ০৭:০৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ December ২০১৯ ০৭:০৯

 

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০১৯  : বিমান বাংলাদেশ এয়ারলাইনন্স তাদের মোবাইল এ্যাপসের মাধ্যমে টিকিট কাটলে টিকিটের দামের ওপর ১০ শতাংশ ছাড় দিবে।
আগামী ১৬ ডিসেম্বর’ ১৯ থেকে ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিমান যাত্রীরা এ সুবিধা পাবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনন্স’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, যাত্রীরা শতকরা ১০ ভাগ ছাড়ে প্রোমোকোড `BIJOY71’ ব্যবহার করে টিকেট ক্রয় করতে পারবেন। বিমান টিকেট ক্রয় সহজীকরণ, গতিশীল ও যাত্রা নির্বিঘ্ন করার জন্য চালু করা হয়েছে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ নামে ‘মোবাইল এ্যাপস’। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ‘এ্যাপস’।
এই এ্যাপস ব্যবহার করে নিজের মোবাইল থেকেই ক্রয় করা যাবে বিমানের সকল গন্তব্যের টিকিট। মূল্য পরিশোধ করা যাবে বিকাশ/রকেট/ যে কোন ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে। “গুগল পে¬ স্টোর” অথবা “অ্যাপল এ্যাপস স্টোর” থেকে যে কোন স্মার্টফোনে এ্যাপসটি ডাউনলোড করলে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে বিমানের ফ্লাইট সংক্রান্ত সকল তথ্যও পাওয়া যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: