ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কানাডার রাষ্ট্রদূত-বাণিজ্যমন্ত্রী বৈঠক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য বাংলাদেশ-কানাডা  জয়েন্ট ওয়াকিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২০ ০৪:৩০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২০ ০৪:৩০

কানাডার রাষ্ট্রদূত-বাণিজ্যমন্ত্রী বৈঠক
বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য বাংলাদেশ-কানাডা
 জয়েন্ট ওয়াকিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত

ঢাকা ঃ ২২ পৌষ (৬ জানুয়ারি ) ঃ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য আকর্ষনীয় স্থান। বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কানাডা বাংলাদেশে বন্ধু রাষ্ট্র। ২০২৪ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিনত হবে। ২০২৭ সাল থেকে এলডিসি ভুক্ত দেশের বাণিজ্য সুবিধা থাকবে না। তখন কানাডা চলমান বাণিজ্য সুবিধা অব্যাহত রাখবে বলে বাংলাদেশ আশা করে। বাণিজ্যমন্ত্রী বলেন, কানাডার ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করলে উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে। উভয় দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হলে বাণিজ্য ও বিনিয়োগে গতি আসবে। কানাডা-বাংলাদেশ  এ  জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করতে একমত।  যত দ্রুত সম্ভব এ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। এতে করে বিজনেস ম্যান টু বিজনেস ম্যান(বিটুবি) আলোচনার জন্য একটি প্লাট ফর্ম তৈরী হবে। বাংলাদেশে এগ্রো প্রসেসিং জোন গড়ে তোলার বিপুল সম্ভাবনা রয়েছে, কানাডা এ খাতে বিনিয়োগ করলে লাভবান হবে।

বাণিজ্যমন্ত্রী সাথে আজ (৬ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত গৎ. ইবহড়রঃ চৎবভড়হঃধরহব সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন।

কানাডার রাষ্ট্রদূত বলেন, কানাডা বাংলাদেশের সাথে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত। যত তারাতারি সম্ভব এ গ্রুপ গঠন করা সম্ভব হবে, তত তারাতারি বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগের কাজ শুরু করা সম্ভব হবে। কানাডার ব্যবসায়ীগন বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। বাংলাদেশ দৃশ্যমান উন্নয়ন করছে। কানাডা বাংলাদেশের উন্নযনে অংশীদার হতে আগ্রহী। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিনত হলে কানাডা অগ্রাধীকার ভিত্তিতে বাণিজ্য সহযোগিতা প্রদান করবে। প্রাইভেট সেক্টরে ব্যাপক উন্নয়নের সুযোগ রয়েছে, কানাডা এ সুযোগ নিতে চায়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান(সচিব) তপন কান্তি ঘোষ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) শরিফা খান  এ সময় উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: