ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

শেরেবাংলার অসীম মমত্ববোধ এদেশের জনগণকে চিরদিন অনুপ্রাণিত করবে : প্রধানমন্ত্রী

Admin 1 | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৭ ২১:২১

Admin 1
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৭ ২১:২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলার গরিব-দুঃখী মানুষের জন্য শেরেবাংলা এ কে ফজলুল হকের অসীম মমত্ববোধ এদেশের জনগণকে চিরদিন অনুপ্রাণিত করবে।
তিনি শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকীতে বুধবার দেয়া এক বাণীতে একথা বলেন। ২৭ এপ্রিল শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকী।
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এবং কৃষক ও মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রী তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বাণীতে তিনি বলেন, দেশের কৃষক সমাজের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে শেরেবাংলা আজীবন কাজ করে গেছেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি দরিদ্র কৃষক এবং প্রজাদের স্বার্থ সুরক্ষার জন্য কৃষি ঋণ আইন, বেঙ্গল প্রজাস্বত্ব (সংশোধনী) আইনসহ বিভিন্ন আইন প্রণয়ন করেন।
রায়তদের ওপর প্রথাগতভাবে জমিদারগণ যে আবওয়াব ও সেলামি ধার্য করতেন তিনি তার বিলোপ সাধন করেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সাহসী নেতৃত্ব, উদার ও পরোপকারী স্বভাবের জন্য জনগণ তাঁকে ‘শেরে বাংলা’ বা ‘বাংলার বাঘ’ খেতাবে ভূষিত করেন।
প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: