ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নড়াইলে মহিলা জামায়াতের আমিরসহ ৩৭ গ্রেফতার

Admin 1 | প্রকাশিত: ২ মে ২০১৭ ০৯:২২

Admin 1
প্রকাশিত: ২ মে ২০১৭ ০৯:২২

নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের নেতৃতে নড়াইল জেলা মহিলা জামায়াতের আমির হোসনে আরও ৩৭ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। নড়াইল শহরের ভওয়াখালীর একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় বিপুল সংখ্যক জিহাদী বইসহ সংগঠনের চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, রোববার (৩০ এপ্রিল) রাত ১০ টার দিকে নড়াইল পৌরসভার ভওয়াখালীর আশেক এলাহীর বাড়িতে জেলা মহিলা জামায়াতের গোপন বৈঠক চলছিল। এ খবর পেয়ে পুলিশ বাড়িটি প্রায় এক ঘণ্টা ঘেরাও করে রাখে। পরে ভেতরে তল্লাশি চালিয়ে বিপুল সংখ্যক জিহাদী বই, চাঁদা আদায়ের রশিদসহ ৩৭ নেতাকর্মীকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উজ্জ্বল রায়,
নড়াইল জেলা প্রতিনিধি



আপনার মূল্যবান মতামত দিন: