ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থ প্রদান বন্ধ করলেন ট্রাম্প

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০ ০১:৪০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০ ০১:৪০

 

ওয়াশিংটন, ১৫ এপ্রিল, ২০২০ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে করোনা সংকট মোকাবেলায় অব্যবস্থাপনার অভিযোগ তুলে মঙ্গলবার জাতিসংঘের এ সংস্থাকে অর্থ প্রদান বন্ধ করেছেন।
মহামারি আকারে ছড়িয়ে পড়া এই করোনা ভাইরাসে ইতোমধ্যে বিশ্বব্যাপী সোয়া লাখেরও বেশি লোক মারা গেছে। আক্রান্ত হয়েছে প্রায় ২০ লাখ লোক। এছাড়া সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ লকডাউনের আওতায় আটকে রয়েছে।
এ প্রেক্ষাপটে ট্রাম্প বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের জন্যে দিগন্তে আলোর রেখা দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন। একইসঙ্গে তিনি অব্যবস্থাপনা ও ভুল তথ্য সরবরাহের জন্যে ডব্লিওএইচও’র সমালোচনা ও একে চীনাপন্থী প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করেন।
যুক্তরাষ্ট্র গত বছর ডব্লিওএইচও কে ৪০ কোটি মার্কিন ডলার তহবিল হিসেবে দিয়েছিল।
এদিকে জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থ কমানোর সময় এখন নয়।
তিনি আরো বলেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে জিততে বিশ্ব প্রচেষ্টার জন্যে প্রতিষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ।



আপনার মূল্যবান মতামত দিন: