
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২২তম আসরে মোট বিক্রির দ্বিগুণেরও বেশি স্পট অর্ডার পাওয়া গেছে।
মাসব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে আয়োজক রপ্তানী উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বেগম মাফরুহা সুলতানা জানান, এবারের মেলায় মোট ২৪৩ কোটি ৪৪ লাখ টাকা বা ৩০ দশমিক ৪৩ মিলিয়ন ডলারের স্পট অর্ডার পাওয়া গেছে।
“আর মেলায় মোট বিক্রির পরিমাণ ১১৩ কোটি ৫৩ লাখ টাকা,” বলেন তিনি।
মেলায় নান্দনিক নির্মাণ শৈলী ও সুন্দর প্যাভিলিয়ন ও স্টল নির্মাণের জন্য কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এরমধ্য্যে প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটগরিতে ওয়ালটন হাইটেক, আখতার ফার্নিচার, হাতিল ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ পুরস্কার পায়।
ইপিবির আয়োজনে প্রতি বছরের মত এবারও ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলা উদ্বোধন করেন। বাংলাদেশ ছাড়াও ২০টি দেশের ব্যবসায়ীরা এবারের মেলার অংশ নেন।
মেলায় এবার ১৩টি ক্যাটাগরিতে মোট ৫৭৭টি প্যাভিলিয়ন ও স্টল ছিল। এর মধ্যে বিদেশি প্রতিষ্ঠানের স্টল ছিল ৫৮টি।
আপনার মূল্যবান মতামত দিন: