
মুন্সীগঞ্জে নতুন করে ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত।
মোঃআহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে নতুন করে ৬ জন করোনা শনাক্ত হয়েছে।
মুন্সীগঞ্জে নতুন আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় মোট শনাক্ত হলো ৭০৯ জনের। এছাড়া রবিবার আরও ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং আরও ১ জন মারা গেছেন। সুস্থ হওয়া ১৫ জনের মধ্যে সদর উপজেলায় ১০ জন ও টঙ্গীবাড়ি উপজেলায় ৫ জন।
জেলায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১৩ জন।এছাড়া রবিবার ৩১মে লৌহজংয়ে নতুন ১ জন করোনায় মারা গেছেন।
এ নিয়ে জেলায় মোট মারা গেছেন ২০ জন।
মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, ২৯ মে তারিখে পাঠানো ৪৪টা নমুনার রিপোর্ট রবিবার এসেছে।
এর মধ্যে ৬ জনের পজেটিভ রিপোর্ট আসে। নতুন পজেটিভ আসা ৬ জনের মধ্যে লৌহজং উপজেলায় ১ জন এবং গজারিয়ায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন শনাক্তরা হলেন গজারিয়া থানার পুরুষ (৩০), গজারিয়া থানার পুরুষ (২৩), মধ্যবাটেরশ^রের পুরুষ (২৬), হোসেন্দির পুরুষ (৩৭), ভবের চরের পুরুষ (২৮) এবং লৌহজং উপজেলার উত্তর হলদিয়ার পুরুষ (৩৮)।
এ পর্যন্ত ৪৩৬৮ টি সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৩৯৩৭ জনের। এখনও ৪৩১ টি রিপোর্ট পেন্ডিং আছে।
আপনার মূল্যবান মতামত দিন: